Ajker Patrika

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৮: ৩৭
এনএসআইয়ের সাবেক ডিজি টি এম জোবায়ের। ছবি: সংগৃহীত
এনএসআইয়ের সাবেক ডিজি টি এম জোবায়ের। ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহমুদা মাসুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

দুদকের উপ-পরিচালক মো. মনজুর আলম দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদন অনুযায়ী চারটি ব্যাংকে তাঁদের ২৬ লাখ ৫ হাজার ৮০১ টাকা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, চাকরিতে থাকা অবস্থায় টি এম জোবায়ের মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিভিন্ন পদে চাকরির দেওয়ার আশ্বাস দিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে দেখিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। তিনি অবৈধ সম্পদ অর্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে বাড়ি কিনেছেন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে জানা গেছে, তাঁর ব্যাংকে যে পরিমাণ টাকা স্থিতি রয়েছে, তা অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। তিনি যাতে স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত