Ajker Patrika

মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, মানিকগঞ্জ
আপডেট : ০৭ জুলাই ২০২১, ০২: ২১
মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আইমনি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম। তিনি বলেন, মানিকগঞ্জের আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের ভেতরে ৮ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতাল ও জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

হাসপাতালে ভর্তি এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রাআগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলেও উল্লেখ করেন শরীফুল ইসলাম। 

এ প্রসঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু রায়হান রাজা বলেন, আইমনি শপিং কমপ্লেক্সের নিচ তলার ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত। পরে দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়দের সহায়তায় রোগীদের বাইরে বের করে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে বাকি রোগীদের উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত