Ajker Patrika

কাফনের কাপড় পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচির হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাফনের কাপড় পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচির হুমকি

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট হলে কাফনের কাপড় পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অবস্থানের হুমকি দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের একাংশ। আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ হুঁশিয়ারি দেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোট ‘স্বল্প ব্যয়ে মর্যাদাপূর্ণ সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘আমরা যেন সব বৈধ রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাই। যদি সব রিক্রুটিং এজেন্সির বাইরে ২৫ জনের সিন্ডিকেট করা হয়, তাহলে আমরা কাফনের কাপড় পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান করব।’

আবুল বাশার বলেন, ‘মালয়েশিয়ার বাজার আগের মতো যেন বন্ধ না হয়। মাহাথির মোহাম্মদ সরকার গঠনের পর দেশটি দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। দুর্নীতি যে হয়েছে, সেটা সে দেশের সরকার স্বীকার করেছে। তারা স্বীকার করেছে যে, কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। যদি আবার সিন্ডিকেট করা হয়, তাহলে কি এ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করা সম্ভব? কারণ একটি চক্র তো টাকা নিয়েছে। সেই টাকা তুলতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল অডিওর প্রসঙ্গ টেনে আবুল বাশার বলেন, ‘সেখানে তো শোনা গেছে, কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা বলতে চাই, সরকার যদি আমাদের সুযোগ দেয়, তাহলে সরকার নির্ধারিত ফিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাব। ১ লাখ ২০ হাজার টাকায় আমরা কর্মী পাঠাব মালয়েশিয়ায়।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান, বায়রার সাবেক সভাপতি নূর আলী, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনীম সিদ্দিকী, নির্বাহী পরিচালক অধ্যাপক সি আর আবরার, ওয়ারবির চেয়ারপারসন সৈয়দ সাইফুল হক, অভিবাসনবিষয়ক সংসদীয় ককাসের সদস্য এবং সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, অভিবাসন ও উন্নয়নবিষয়ক সংসদীয় ককাসের নির্বাহী কমিটির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত