Ajker Patrika

চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৪
চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব 

চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। প্রথমবারের মতো দেশটি বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে। আজ বুধবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান। 

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। বিগত বছরে প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।’ 

ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান আরও বলেন, ‘খুব দ্রুত সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে। প্রথম দফায় ৬০ জন দক্ষ কর্মী নেবে সৌদি আরব।’ 

এর আগে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন কর্মী গেছেন সৌদি আরবে, যা মোট অভিবাসনের ৩৮ দশমিক ১২ শতাংশ। 

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজ আমাদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে, সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী পাঠাব এবং বৈধভাবে অর্থ দেশে আনব।’ 

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই এখন থেকে সৌদিতে দক্ষ কর্মী পাঠাতে। আমাদের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রয়েছে। এ ছাড়া বেসরকারি আরও ট্রেনিং সেন্টার হচ্ছে। আমরা কোনো অদক্ষ কর্মী পাঠাতে চাই না। আমরা ইতিমধ্যে এর জন্য কাজ শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত