Ajker Patrika

অবরোধ তুলে নিলেন রেলশ্রমিকেরা, ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৬: ৫৩
অবরোধ তুলে নিলেন রেলশ্রমিকেরা, ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর অবশেষে কারওয়ান বাজারের এফডিসির সামনের সিগন্যালের রেললাইন থেকে সরেছেন রেলশ্রমিকেরা। রেল ভবনে দাবির বিষয়ে কর্মকর্তাদের আলোচনার আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি রেল ক্রসিং থেকে অবরোধ তুলে রেল ভবনের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন আন্দোলনকারীরা।

রেলওয়ে পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাস ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা।

জাহাঙ্গীর হোসেন এ সময় গণমাধ্যমকে জানান, রেলের সিদ্ধান্ত ছিল জুন মাসের পর আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়ার। সেই আউটসোর্সিং কোম্পানির জন্য টেন্ডার ডকুমেন্টে শর্ত দেওয়া হয়েছে অভিজ্ঞদের বিষয়ে।

এ সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, এখানে যারা আন্দোলন করছেন তাঁদেরকে রেলওয়ে থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়া হবে। আর আউটসোর্সিং কোম্পানিকে বলে দেওয়া হবে তাঁদেরকে নিয়োগ দেওয়ার জন্য।

এডিসি হাফিজ আল ফারুক বলেন, রেলওয়ে আশ্বস্ত করেছে তারা নিয়োগের সময় আপনাদের প্রাধান্য দেবেন। এটি নিয়মতান্ত্রিক উপায়ে হবে। 

এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনাদের আন্দোলনের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সকাল থেকে রেললাইনটা বন্ধ আছে, এখানে একজন মুমূর্ষু রোগী থাকতে পারে, একজন চাকরিজীবী থাকতে পারে। তাই এখানে আন্দোলন না করে, আপনারা আলোচনা করুন। 

এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁরা রেললাইনে অবরোধ শুরু করেন বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। 

আজ সকালে ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ শিরোনামে ব্যানারে কারওয়ান বাজারের এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকেরা। 

রেলশ্রমিকদের দাবি, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি-২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকেরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত