Ajker Patrika

মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জে বসুন্ধরা এলপিজি গ্যাসের রিটেইলার সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলার বধূবরণ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রিটেইলার সম্মেলনে সভাপতিত্ব করেন বসুন্ধরা এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর খোরশেদ আলম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মো.মিজানুর রহমান। 

মেসার্স সেলিম এন্টারপ্রাইজ ও মেসার্স খোরশেদ আলম এন্ড সন্স এর যৌথ আয়োজনে এই রিটেইলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল। 

বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এজিএম (সেলস) ন্যাশনাল নর্থ উইং আল মামুন খান, ন্যাশনাল নর্থ ডিভিশনের ডিএসএম মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ব্রান্ড এন্ড মার্কেটিং) আকাশ আব্দুল্লাহ, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মো.সেলিম মিয়া, মো.লোকমান মোল্লা, এরিয়া সেলস ম্যানেজার কাজল বণিক, মানিকগঞ্জ টেরিটোরী সেলস কর্মকর্তা মো.লুৎফর রহমান। 

ঢাকার ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার আড়াই শতাধিক রিটেইলারদের নিয়ে এই সম্মেলনে কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজ ও গিফট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। 

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল বলেন, রিটেইলার সম্মেলনের মূল উদ্দেশ্য এলপি গ্যাসের খুচরা ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ে আরও আগ্রহী করে তোলা এবং ভোক্তা পর্যায়ে পণ্যের প্রতি আস্থা নিশ্চিত করা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত