Ajker Patrika

নারায়ণগঞ্জে কেয়ারটেকার হত্যার ঘটনায় শামীম-অয়ন-আজমেরীসহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৭: ০২
নারায়ণগঞ্জে কেয়ারটেকার হত্যার ঘটনায় শামীম-অয়ন-আজমেরীসহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত কেয়ারটেকার মনির হোসেন (৫৬) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২৩ জনকে। যাঁদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

মামলার অভিযোগে বাদী সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, তাঁর ভাই মনির সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন এলাকার একটি ভবনের কেয়ারটেকার ছিলেন। ২০ জুলাই আন্দোলন চলাকালে আসামিরা তাঁর ভাইকে ডাচ্-বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে চুনা ফ্যাক্টরির সামনের সড়কে গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত