Ajker Patrika

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: বিএনপির ভাইস চেয়ারম্যান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২২: ৫৫
Thumbnail image

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একজন রাষ্ট্রপতি কেন, তাঁর অনেক নিচের স্তরের কারোরই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়।’

আজ সোমবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আযম খান বলেন, ‘সেনাপ্রধান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই রাষ্ট্রপতির নেতৃত্বে একটি নতুন উপদেষ্টা পরিষদ হয়েছে। রাষ্ট্রপতি এখন যে মন্তব্যটা করছেন, ওনি কি আদৌ চিন্তা করে করছেন? ওনি এসব মন্তব্য করতে পারেন কি না? ওনি তো নিজেই শপথবাক্য পাঠ করিয়েছেন। এ সময় আহমেদ আযম খান বিস্ময় প্রকাশ করে বলেন, একি পাগলের প্রলাপ! এটা তো রাষ্ট্র! একটা রাষ্ট্র নিয়ে তো আমরা এভাবে ছিনিমিনি খেলতে পারি না।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের যারা দোসর, তারা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করেন। আজকের বাস্তবতা হলো ড. ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ আছে। বাস্তবতা হলো ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এই বাস্তবতায় রাষ্ট্রপতি যে মন্তব্য করছেন, তা দায়িত্বজ্ঞানহীন। আমার তো মনে মনে হয়, তাঁর আর একমুহূর্তও রাষ্ট্রপতির দায়িত্বে থাকা উচিত নয়।’

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএনপির কোনো কর্মসূচি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শুধু বিএনপি কেনো, সমগ্র জাতিই এই রাষ্ট্রপতির পদত্যাগ চায়। কর্মসূচির বিষয়ে আমার দল কী সিদ্ধান্ত নিয়েছে, আমি এখনো জানি না। এ বিষয়ে দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘোষণা দেবেন। তবে এরই মধ্যে বিভিন্নভাবে আলোচনায় এসেছে যে তাঁর আর এই দায়িত্বটা পালন করা উচিত নয়।’

এ সময় আহমেদ আযম খান আরও যোগ করেন, ‘তিনি (রাষ্ট্রপতি সাহাবুদ্দিন) যখন দুদকে ছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ পাওয়া যায়, তিনি যখন ইসলামী ব্যাংকের ডিরেক্টর ছিলেন, সেই সময়ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এই রকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষ একটি দেশের রাষ্ট্রপতির পদমর্যাদায় থাকলে, সেই দেশের মান ক্ষুণ্ন হয়, মর্যাদা ক্ষুণ্ন হয়।’

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিনসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত