Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি সংগৃহীত
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি সংগৃহীত

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে ৩ লাখ শেয়ার অবরুদ্ধ ও দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

আকতারুল ইসলাম আরও জানান, এনাম মেডিকেল হাসপাতাল লিমিটেডের ৩ লাখ ৫৯ হাজার ৫০০টি, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার ও এনাম ক্যানসার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১ কোটি ৪৬ লাখ মূল্যের দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ১০ মার্চ দুদক বাদী হয়ে এনামুরের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছে, মো. এনামুর রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ছাড়া তাঁর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তদন্তে আরও উঠে আসে, আসামি তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাব, এফডিআর, শেয়ার ও অন্যান্য অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। পাশাপাশি দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত