Ajker Patrika

নিজের সন্তানদের খরচ মেটাতে অন্যের সন্তান চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৬: ৪২
নিজের সন্তানদের খরচ মেটাতে অন্যের সন্তান চুরি

সাভারের বহুল আলোচিত বোরকা পরিহিত শিশুচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সাভার মডেল থানা থেকে গ্রেপ্তার ওই পারভীন আক্তারকে আদালতে পাঠানো হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাভার ও আশুলিয়া থানার সীমান্তবর্তী এলাকা কলমা আনারকলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মূলত অভাবের তাড়নায় শিশুটিকে চুরি করে বিক্রি করে নিজের সন্তানের ও বাবা-মায়ের ভরণপোষণ করতে চেয়েছিলেন অভিযুক্ত পারভীন। 

অভিযুক্ত পারভীন আক্তার টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। বর্তমানে সাভারের কোর্টবাড়ী এলাকায় এমদাদের বাড়ির ভাড়াটিয়া ও একটি পোশাক কারখানায় চাকরি করেন। চার বছর বয়সের মেয়ে ও আড়াই বছর বয়সের ছেলেসহ বৃদ্ধ বাবা ও মায়ের সঙ্গে বসবাস করেন পারভীন। 

উদ্ধার হওয়া শিশুর নাম জামেলা (৩)। সে তার নানা-নানি ও মায়ের সঙ্গে সাভার থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের পেছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকত। 

স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুস সালাম রুবেল বলেন, ‘রাত ১২টার দিকে খবর পাই ওই শিশু সাভারের নামাবাজারের জব্বর মসজিদসংলগ্ন এলাকার দুলালের বাড়িতে রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে জানতে পারি বিকেলে পারভীন ওই শিশুটিকে নিয়ে গেছে। গতকাল থেকে দুলালের বাড়ির ভাড়াটিয়া লিপি বেগমের কাছে ছিল জামেলা। সেখানে পারভীনের পরিবারের সদস্যদের দেখতে পাই। পরে তাদের কাছ থেকে পারভীনের ফোন নম্বর নিয়ে তাকে ফোন করি এবং বলি জামেলাকে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তখন পারভীন তার অবস্থান সম্পর্কে জানান। রাত ১টার দিকে সাভারের কলমা এলাকায় একটি দোকানের সামনে গিয়ে পারভীনসহ ওই শিশুকে দেখতে পাই। সাভার মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পারভীনকে গ্রেপ্তার করে শিশু জামেলাকে উদ্ধার করা হয়।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যান বোরকা পরা নারী পারভীন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীরাও শিশুটির খোঁজ করতে থাকেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাভারের আনারকলি এলাকায় শিশুটিসহ অপহরণকারী পারভীনের খোঁজ পায়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে। 

পারভীন দুই সন্তানের মা। অটোরিকশাচালক স্বামী তিন থেকে চার বছর আগে তাদের ছেড়ে গেছে। দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে দেখতে হয় পারভীনকেই। 

শিশুকে ফিরে পেয়ে মা শিলা বেগম বলেন, ‘শিশু হারিয়ে আমার মারা যাওয়ার অবস্থা হয়েছিল। সাংবাদিক ও পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের প্রচেষ্টায় আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, ‘চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শিশুচোর পারভীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘পারভীন মূলত শিশুটিকে চুরি করে বিক্রির চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে জানা গেছে, পারভীন ও তার পরিবার খুবই দরিদ্র। গ্রামেও কোনো কিছু নেই তাদের। অনেকটা ভাসমান তারা। নিজের সন্তানদের অভাব মেটাতে অন্যের সন্তান চুরি করে বিক্রি করতে চেয়েছিল সে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত