Ajker Patrika

মোহাম্মদপুরে ছিনতাই-ডাকাতি, পুলিশের ভূমিকা জানতে থানায় স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে অব্যাহতভাবে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এসব প্রতিরোধে পুলিশের ভূমিকা কী, সেটি জানতে তাঁরা থানায় গিয়েছেন।

আজ শনিবার বিকেলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা থানার সামনে মানববন্ধন করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী হাসান সঙ্গে স্থানীয়রা কথা বলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের কার্যক্রম ও টহলসহ বিভিন্ন বিষয়ে তাঁদের অসন্তোষের কথা তুলে ধরেন। পুলিশ তাঁদের গাড়ি ও জনবলের সংকট থাকায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানায় এবং ধীরে ধীরে সব ঠিক করা হচ্ছে বলে আশ্বাস দেয়।

এ বিষয়ে মোহাম্মদপুর শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ইসমাইল হোসেন পাওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এলাকাবাসী চুরি, ছিনতাই নিয়ে খুবই আতঙ্কে রয়েছি। উপায় না পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করেছি। ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, তাঁদের গাড়ি ও জনবল সংকট, এ জন্য টহল দিতে পারছেন না। আমরা পুলিশকে আগের মতো বিট পুলিশিং করে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। তাঁরা আবার আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা প্রতিটি সড়কে একটি করে কমিটি করার ঘোষণা দিয়েছি। যেন যেকোনো ঘটনা ঘটলে প্রতিটি সড়কের মানুষ একত্রিত হতে পারেন। মানুষ এক সঙ্গে থাকলে আতঙ্ক কম থাকবে। তাই আমরা সবাই চেষ্টা করছি সবাই যাতে সবার পাশে দাঁড়ায়।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘স্থানীয়রা অপরাধ দমনের বিষয়ে পুলিশের সঙ্গে কাজ করতে চায়। তাই তাঁরা পরামর্শ করতে এসেছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। করণীয় ঠিক করতে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত