নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শ্রেণিকক্ষে ঠিকমতো না পড়ানোর কোনো অভিযোগ প্রমাণিত হলে সেই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। সেই সঙ্গে পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে শিক্ষককেই দায় নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
আজ রোববার বিকেলে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া সৈয়দ আলী খান উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন।
ডিসি কামরুল আহসান বলেন, ‘পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে তাহলে এর দায়দায়িত্ব ওই বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোনো শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান, আর এর সত্যতা পেলে, ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে।’
ডিসি এ সময় অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের লেখাপড়া করানোর দায়িত্ব আপনার। আর অর্থ দেবে সরকার।’ ডিসি আরও বলেন, ‘ফরিদপুর জেলায় যেন একটি শিক্ষার্থীরও টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান প্রমুখ।
জেলা প্রশাসক এর আগে নগরকান্দা থানা কার্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ দপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
শ্রেণিকক্ষে ঠিকমতো না পড়ানোর কোনো অভিযোগ প্রমাণিত হলে সেই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। সেই সঙ্গে পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে শিক্ষককেই দায় নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
আজ রোববার বিকেলে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া সৈয়দ আলী খান উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন।
ডিসি কামরুল আহসান বলেন, ‘পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে তাহলে এর দায়দায়িত্ব ওই বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোনো শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান, আর এর সত্যতা পেলে, ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে।’
ডিসি এ সময় অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের লেখাপড়া করানোর দায়িত্ব আপনার। আর অর্থ দেবে সরকার।’ ডিসি আরও বলেন, ‘ফরিদপুর জেলায় যেন একটি শিক্ষার্থীরও টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান প্রমুখ।
জেলা প্রশাসক এর আগে নগরকান্দা থানা কার্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ দপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
জবানবন্দিতে রিয়াদ জানিয়েছেন, পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা। রিয়াদ জবানবন্দিতে আরও বলেন, তাঁরা শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন। কিন্তু তিনি ১০ লাখ টাকা দেন।
১১ মিনিট আগেটানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকা
২০ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার সেই তরুণীর বাড়ি ভোলা জেলায়। তিনি কলেজছাত্রী। বর্তমানে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. ফিরোজ হোসেন।
১ ঘণ্টা আগেচাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহর কাছে তিনি ফৌজদার কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
১ ঘণ্টা আগে