নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শ্রেণিকক্ষে ঠিকমতো না পড়ানোর কোনো অভিযোগ প্রমাণিত হলে সেই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। সেই সঙ্গে পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে শিক্ষককেই দায় নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
আজ রোববার বিকেলে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া সৈয়দ আলী খান উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন।
ডিসি কামরুল আহসান বলেন, ‘পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে তাহলে এর দায়দায়িত্ব ওই বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোনো শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান, আর এর সত্যতা পেলে, ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে।’
ডিসি এ সময় অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের লেখাপড়া করানোর দায়িত্ব আপনার। আর অর্থ দেবে সরকার।’ ডিসি আরও বলেন, ‘ফরিদপুর জেলায় যেন একটি শিক্ষার্থীরও টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান প্রমুখ।
জেলা প্রশাসক এর আগে নগরকান্দা থানা কার্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ দপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
শ্রেণিকক্ষে ঠিকমতো না পড়ানোর কোনো অভিযোগ প্রমাণিত হলে সেই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। সেই সঙ্গে পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে শিক্ষককেই দায় নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
আজ রোববার বিকেলে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া সৈয়দ আলী খান উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন।
ডিসি কামরুল আহসান বলেন, ‘পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে তাহলে এর দায়দায়িত্ব ওই বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোনো শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান, আর এর সত্যতা পেলে, ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে।’
ডিসি এ সময় অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের লেখাপড়া করানোর দায়িত্ব আপনার। আর অর্থ দেবে সরকার।’ ডিসি আরও বলেন, ‘ফরিদপুর জেলায় যেন একটি শিক্ষার্থীরও টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান প্রমুখ।
জেলা প্রশাসক এর আগে নগরকান্দা থানা কার্যালয় পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ দপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
৫ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
৮ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১৩ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
২৪ মিনিট আগে