Ajker Patrika

দেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টাবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ৩৫
দেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টাবে: মেয়র আতিক

বাংলাদেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হবে, তখন কারওয়ান বাজারের পরিস্থিতি এমন থাকবে না। এই এলাকার চেহেরাও পাল্টে যাবে।’

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক অফিসের সামনে ১০ দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ কর্মসূচি উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন। 

দেশ উন্নত হওয়া পর্যন্ত কারওয়ান বাজারে এমন অব্যবস্থাপনা চলতে থাকবে কি না, জানতে চাইলে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘একটি সিটির মধ্যে এরকম পাইকারি বাজার থাকতে পারে না। এই এলাকার সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী, বাজার কমিটির সভাপতিসহ সবার সঙ্গে আলোচনা করেছি। আমরা চাই কারওয়ান বাজারকে কীভাবে আধুনিক মার্কেট করা যায়। এই সবজি মার্কেটকে সায়েদাবাদে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনাও শেষ পর্যায়ে। এখানে অত্যাধুনিক বিজনেস হাব সেন্টার হবে, সেই পরিকল্পনাও আমরা করে রেখেছি।’ 

মেয়রের আগমনে কারওয়ান বাজার এলাকায় ময়লার স্তূপের সামান্য পরিবর্তন এসেছে জেনে আতিকুল ইসলাম বলেন, ‘অন্য এলাকায় যখন ভিজিটে যাব, ময়লা নিয়ে এমন অভিযোগ যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ময়লার গাড়ির দুর্ঘটনার পর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। রাতে সংগ্রহ করা হচ্ছে ময়লা। এতে সারা দিন আবর্জনাপূর্ণ থাকে শহর। ময়লা সংগ্রহে আমাদের জনবলের সংকট রয়েছে। আশা করি এক মাসের মধ্যে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারব। আমাদের বর্জ্যের অনেক গাড়ি আছে, ডাইভার নেই। দেখা যাচ্ছে যেসব ডাইভার আছে, তাদের অনেকের লাইসেন্স নেই। এটা এক দিনে হয়নি। যুগে যুগে এই সংকট পুঞ্জীভূত হয়েছে। অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সংকট সমাধানে আমরা কাজ করছি।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, অঞ্চল-৫-এর (কারওয়ান বাজার) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত