Ajker Patrika

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের বিরুদ্ধে বাজিতপুরে শ্লীলতাহানির অভিযোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১: ৫০
জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিন। ছবি: সংগৃহীত
জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবার ওই ক্লিনিকে রোগী দেখেন রুহুল আমিন। এ জন্য ওই ভবনে রাত্রিযাপন করতেন তিনি। ওই ভবনের কিছু অংশ আবাসিক হিসেবেও ব্যবহৃত হয়। একপর্যায়ে একটি বাসার ওই তরুণীকে কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন অভিজিৎ শর্মা বলেন, ‘ভুক্তভোগীর সুবিচার পাওয়ার জন্য আমার পক্ষে যা সম্ভব সবটুকু করব।’

এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াদুদ চৌধুরী বলেন, রুহুল আমিনের বিষয়টি তাঁর একান্তই ব্যক্তিগত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত