নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরের কবিলের মোড় এলাকায় অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মুখোশধারী তিন ব্যক্তি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় তারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।
এ ঘটনার পরপরই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
ঘটনার বর্ণনা দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা দিকে কবিলের মোড়ের পাশে অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যালয়ে রিকশাযোগে আসে তিন মুখোশধারী। এরপর তারা কার্যালয়ে থাকা চেয়ার, জাতির পিতার ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’
একই বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল বলেন, ‘কবিলের মোড়ে ককটেল বিস্ফোরণ শব্দ পেয়ে এগিয়ে এসে দেখি আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই আমরা স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করি। বন্দরে অবস্থিত বিএনপি, জামায়াত শিবিরের লোকজনেরাই আমাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ওরা শান্ত বন্দরকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, ‘আমাদের কি সাহস আছে যে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করব? এটা কি কেউ বিশ্বাস করবে? ওরা নিজেরাই ভাঙচুর করে আমাদের নাম দিচ্ছে। মামলায় জড়ানোর জন্য এই কাজ করেছে। সারা দেশেই ভাঙচুর, জ্বালাও পোড়াও করে বিএনপির নাম দিচ্ছে ওরা। এখানেও এর ব্যতিক্রম নয়।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জ বন্দরের কবিলের মোড় এলাকায় অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মুখোশধারী তিন ব্যক্তি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় তারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।
এ ঘটনার পরপরই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
ঘটনার বর্ণনা দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা দিকে কবিলের মোড়ের পাশে অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যালয়ে রিকশাযোগে আসে তিন মুখোশধারী। এরপর তারা কার্যালয়ে থাকা চেয়ার, জাতির পিতার ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’
একই বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল বলেন, ‘কবিলের মোড়ে ককটেল বিস্ফোরণ শব্দ পেয়ে এগিয়ে এসে দেখি আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই আমরা স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করি। বন্দরে অবস্থিত বিএনপি, জামায়াত শিবিরের লোকজনেরাই আমাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ওরা শান্ত বন্দরকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, ‘আমাদের কি সাহস আছে যে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করব? এটা কি কেউ বিশ্বাস করবে? ওরা নিজেরাই ভাঙচুর করে আমাদের নাম দিচ্ছে। মামলায় জড়ানোর জন্য এই কাজ করেছে। সারা দেশেই ভাঙচুর, জ্বালাও পোড়াও করে বিএনপির নাম দিচ্ছে ওরা। এখানেও এর ব্যতিক্রম নয়।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একাধিক মামলায় পরোয়ানাভুক্ত নুসরাত জাহান নুপুর (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মীয়স্বজন ও বিভিন্ন ঋণদান সংস্থার কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ না করায় তাঁর বিরুদ্ধে দুই ডজনেরও বেশি অর্থ ঋণের মামলা রয়েছে।
৪ মিনিট আগেরাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তবর্তী প্রশাসন গঠনের দাবিতে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি...
৬ মিনিট আগেসিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়...
২৩ মিনিট আগে