Ajker Patrika

গাজীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৪: ০৬
Thumbnail image

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন ও ঈদ ভাতার দাবিতে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে কারখানার সামনের সড়ক অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন বলেন, ‘একটি কারখানার শ্রমিকেরা আজ ভোর থেকে বেতন ও বোনাসের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মালিক ও শ্রমিক দুই পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’ 

আন্দোলনরত শ্রমিকেরা, কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের অনেকে শারীরিক প্রতিবন্ধী। গত ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া ছুটির টাকা ও ঈদের ভাতা এখনো পাননি শ্রমিকেরা। এ কারণে আজ ভোর ৬টা থেকে শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দিই-দিচ্ছি বলে আমাদের ঘোরাচ্ছে কর্তৃপক্ষ। আমাদের কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক আছে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে আন্দোলন করছি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

করখানার শ্রমিক মহিবুর রহমান বলেন, ‘সামনে ঈদ। এখনো বেতন-বোনাস দেওয়া হয়নি। পরিবার নিয়ে ঈদ করব কীভাবে জানি না। আমাদের পাওনা কবে দেবে তাও জানি না। ঈদের বন্ধ হয়ে গেলে আমরা চলব কীভাবে?’ 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর বেক্সিমকো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, ‘কেয়া নিট কম্পোজিট লিমিটেডে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের অধিকাংশই প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষ। তাঁরা বকেয়া পাওনার জন্য আন্দোলন করছেন। মালিকপক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ 

এ বিষয়ে জানতে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুমন মিয়াকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত