মুন্সিগঞ্জ প্রতিনিধি
আগামী ১৩ মার্চ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দুই প্রার্থীর ছেলেরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহমেদ শেখ। অন্যদিকে একই ইউনিয়নের হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
আজ রোববার টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মোট ১০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘এর আগেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল, তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করব। এ ছাড়া আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে।’
আরেক চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, ‘আমার ব্যাংক লোন ছিল আমি পরিশোধ করে দিয়েছি। লোনের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নিবে।’
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচ এম সুমন হাওলাদার। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হয়েছেন—সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর। এদিকে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।
আগামী ১৩ মার্চ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দুই প্রার্থীর ছেলেরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহমেদ শেখ। অন্যদিকে একই ইউনিয়নের হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
আজ রোববার টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মোট ১০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘এর আগেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল, তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করব। এ ছাড়া আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে।’
আরেক চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, ‘আমার ব্যাংক লোন ছিল আমি পরিশোধ করে দিয়েছি। লোনের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নিবে।’
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচ এম সুমন হাওলাদার। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হয়েছেন—সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর। এদিকে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১৫ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২৫ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩১ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৩৯ মিনিট আগে