Ajker Patrika

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ৪০
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লোকাল যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা–পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত