নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’
তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’
তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তার দাবিতে আগামী ২৯ এপ্রিল সারা দেশের সব জেলা বারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১৩ মিনিট আগেকুমিল্লার মনোহরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জমির উদ্দিন মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মানিক ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে গামছা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে...
২৯ মিনিট আগেহলের ক্যানটিনের খাবারের মানোন্নয়ন, ক্যাম্পাসের রাস্তা মেরামতসহ পাঁচটি বিষয়ে পদক্ষেপ নিতে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার নেতা–কর্মীরা।
৩৯ মিনিট আগেপাঁচ শতাধিক গ্রাহকের জামানতের প্রায় শতকোটি টাকা নিয়ে লাপাত্তা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র সমবায় সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠান। ভুক্তভোগী গ্রাহকেরা বছরের পর বছর ঘুরেও পাচ্ছেন না জামানত ও লভ্যাংশের টাকা। প্রতারণার ফাঁদে পড়ে ভিটেমাটি হারিয়েছেন অসংখ্য গ্রাহক। অভিযোগ করে
৪০ মিনিট আগে