নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে বিজয় সরণি ও মহাখালী বাস টার্মিনাল এলাকায়। এই এলাকার সড়কগুলোতে পথচারীদের গন্তব্য পৌঁছতে কিছু সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
রাত নয়টায় বিজয় সরণিতে নিত্য দিনের মতো যানজটের কথা জানিয়েছেন শের ই বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সিকান্দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিজয় সরণি মোড়ে ট্রাফিক দেখলে ঈদের দিন মনে হবে না। এর আগে ঈদের দিনে এই এলাকায় এত যানজট দেখিনি। এই সময় আমরা মূলত রাস্তায় জিকজ্যাক দিয়ে রাখি। তাতেই কাজ হয়। কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সব অফিসার ও ট্রাফিক সদস্যদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে,তারা কাজ করছেন স্বাভাবিক দিনের মতো। রাস্তা ছাড়ার উপায় নেই।'
বাণিজ্যিক বড় গাড়ি কম থাকলেও অসংখ্য প্রাইভেটকার ও সিএনজি নেমেছে রাস্তায়। এইসময় বিজর সরণি মোড় অতিক্রম করতে হলে এই সড়কের পথচারীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
এদিকে মহাখালী এলাকাতেও ঘুরতে বের হওয়া মানুষের চাপ বাড়ার কথা জানিয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাড়ির কিছুটা চাপ আছে। এই পথে চলাচলকারীদে কিছু সময় আটকে থাকতে হচ্ছে। তবে এটা তীব্র কোনো যানজট নয়। ঈদের দিন মানুষ ঘুরতে বেড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে বনানী পর্যন্ত।
তবে উত্তরা ও বিমানবন্দর সড়কে তুলনমূলক গাড়ির চাপ কম। এই সড়কে প্রাইভেটকারের যাতায়াত বেশি। বাণিজ্যিক কোনো বড় গাড়ি দেখা না যাওয়ার কথা বলেছেন উত্তর ট্রাফিক জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন।
গুলশান,মিরপুর এলাকাতেও পথে যানবাহনের চাপ আছে। তবে সিগ্যান অতিক্রম করার সময় দুই থেকে চার মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ।
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে বিজয় সরণি ও মহাখালী বাস টার্মিনাল এলাকায়। এই এলাকার সড়কগুলোতে পথচারীদের গন্তব্য পৌঁছতে কিছু সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
রাত নয়টায় বিজয় সরণিতে নিত্য দিনের মতো যানজটের কথা জানিয়েছেন শের ই বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সিকান্দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিজয় সরণি মোড়ে ট্রাফিক দেখলে ঈদের দিন মনে হবে না। এর আগে ঈদের দিনে এই এলাকায় এত যানজট দেখিনি। এই সময় আমরা মূলত রাস্তায় জিকজ্যাক দিয়ে রাখি। তাতেই কাজ হয়। কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সব অফিসার ও ট্রাফিক সদস্যদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে,তারা কাজ করছেন স্বাভাবিক দিনের মতো। রাস্তা ছাড়ার উপায় নেই।'
বাণিজ্যিক বড় গাড়ি কম থাকলেও অসংখ্য প্রাইভেটকার ও সিএনজি নেমেছে রাস্তায়। এইসময় বিজর সরণি মোড় অতিক্রম করতে হলে এই সড়কের পথচারীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
এদিকে মহাখালী এলাকাতেও ঘুরতে বের হওয়া মানুষের চাপ বাড়ার কথা জানিয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাড়ির কিছুটা চাপ আছে। এই পথে চলাচলকারীদে কিছু সময় আটকে থাকতে হচ্ছে। তবে এটা তীব্র কোনো যানজট নয়। ঈদের দিন মানুষ ঘুরতে বেড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে বনানী পর্যন্ত।
তবে উত্তরা ও বিমানবন্দর সড়কে তুলনমূলক গাড়ির চাপ কম। এই সড়কে প্রাইভেটকারের যাতায়াত বেশি। বাণিজ্যিক কোনো বড় গাড়ি দেখা না যাওয়ার কথা বলেছেন উত্তর ট্রাফিক জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন।
গুলশান,মিরপুর এলাকাতেও পথে যানবাহনের চাপ আছে। তবে সিগ্যান অতিক্রম করার সময় দুই থেকে চার মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ।
শাহরিয়ারের সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
২০ মিনিট আগেপাবনার চাটমোহরে গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ফজলুল হক (৫২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
২৫ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
৩৮ মিনিট আগেগোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে