নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ঘরের ভেতর থেকে ছুরিবিদ্ধ এক কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিনা মিত্র (১৮) নামে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পলাশ থানা-পুলিশ।
নিহত বিনা মিত্র উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের মুকুঞ্জ মিত্রের মেয়ে। তিনি ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বিনা মিত্রের মা উর্মিলা মিত্র বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়িসংলগ্ন বরাব মন্দিরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রথযাত্রার প্রসাদ খেতে গিয়েছিলেন বিনা মিত্র। পরে বাড়িতে ফিরে নিজের ঘরে পড়াশোনা করতে বসেন। এ সময় তিনি কবিরাজি চিকিৎসা নিতে পাশের একটি বাড়িতে যান। রাত ৯টার পরে তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরে তাঁর স্বামী আর ছেলে ঘুমাচ্ছেন। এ সময় অপর কক্ষে গিয়ে দেখেন বুকে ছুরিবিদ্ধ অবস্থায় বিনার বিবস্ত্র লাশ পড়ে আছে। তাঁর চিৎকারে প্রতিবেশী ও স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে থানা-পুলিশকে খবর দেওয়া হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক নিহত কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা বলেন, ঘোড়াশাল পৌর এলাকার লাগালিয়া গ্রামের জগদিস মিত্রের ছেলে সঞ্জয় মিত্রের সঙ্গে বিনা মিত্রের প্রেমের সম্পর্ক ছিল। দুই বছর আগে মা-বাবাকে না জানিয়ে সঞ্জয়কে বিয়ে করেন বিনা মিত্র। বিয়ের দেড় বছর শ্বশুরবাড়িতে থাকলেও পারিবারিক কলহের কারণে গত ছয় মাস ধরে বিনা তাঁর মা–বাবার সঙ্গেই বসবাস করতেন। মাঝেমধ্যে স্বামী সঞ্জয় তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন।
নয়ন রায় নামের নিহত বিনার এক প্রতিবেশী বলেন, গতকাল রাত সোয়া ৯টার দিকে সঞ্জয়কে ওই এলাকায় খালি পায়ে দ্রুত হেঁটে যেতে দেখেছেন তিনি।
উর্মিলা মিত্র বলেন, ‘আমার এক প্রতিবেশী সঞ্জয়কে তখন এলাকায় দেখেছেন। তাই মেয়ে হত্যায় সঞ্জয় মিত্রকে সন্দেহের বাইরে রাখছি না।’
এ বিষয়ে জানতে সঞ্জয় মিত্রের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য জয়ন্ত দাস বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে গিয়ে দেখি মেয়েটি বুকে ছুরিবিদ্ধ হয়ে পড়ে আছে। তখনই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীকে ঘটনা জানালে তিনি পুলিশে খবর দেন। ঠিক কী কারণে তাকে এভাবে হত্যা করা হলো, কেউ কিছু বুঝতে পারছেন না।’
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল কি না নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তাঁর শরীরে-কাপড়ে জোরজবরদস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর বুকের ওপরের অংশে ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে ছুরিটি বিদ্ধ অবস্থায় রেখেই পালিয়ে গেছে হত্যাকারী। ময়নাতদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
নরসিংদীর পলাশে ঘরের ভেতর থেকে ছুরিবিদ্ধ এক কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বিনা মিত্র (১৮) নামে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পলাশ থানা-পুলিশ।
নিহত বিনা মিত্র উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের মুকুঞ্জ মিত্রের মেয়ে। তিনি ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বিনা মিত্রের মা উর্মিলা মিত্র বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়িসংলগ্ন বরাব মন্দিরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রথযাত্রার প্রসাদ খেতে গিয়েছিলেন বিনা মিত্র। পরে বাড়িতে ফিরে নিজের ঘরে পড়াশোনা করতে বসেন। এ সময় তিনি কবিরাজি চিকিৎসা নিতে পাশের একটি বাড়িতে যান। রাত ৯টার পরে তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরে তাঁর স্বামী আর ছেলে ঘুমাচ্ছেন। এ সময় অপর কক্ষে গিয়ে দেখেন বুকে ছুরিবিদ্ধ অবস্থায় বিনার বিবস্ত্র লাশ পড়ে আছে। তাঁর চিৎকারে প্রতিবেশী ও স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে থানা-পুলিশকে খবর দেওয়া হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক নিহত কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা বলেন, ঘোড়াশাল পৌর এলাকার লাগালিয়া গ্রামের জগদিস মিত্রের ছেলে সঞ্জয় মিত্রের সঙ্গে বিনা মিত্রের প্রেমের সম্পর্ক ছিল। দুই বছর আগে মা-বাবাকে না জানিয়ে সঞ্জয়কে বিয়ে করেন বিনা মিত্র। বিয়ের দেড় বছর শ্বশুরবাড়িতে থাকলেও পারিবারিক কলহের কারণে গত ছয় মাস ধরে বিনা তাঁর মা–বাবার সঙ্গেই বসবাস করতেন। মাঝেমধ্যে স্বামী সঞ্জয় তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন।
নয়ন রায় নামের নিহত বিনার এক প্রতিবেশী বলেন, গতকাল রাত সোয়া ৯টার দিকে সঞ্জয়কে ওই এলাকায় খালি পায়ে দ্রুত হেঁটে যেতে দেখেছেন তিনি।
উর্মিলা মিত্র বলেন, ‘আমার এক প্রতিবেশী সঞ্জয়কে তখন এলাকায় দেখেছেন। তাই মেয়ে হত্যায় সঞ্জয় মিত্রকে সন্দেহের বাইরে রাখছি না।’
এ বিষয়ে জানতে সঞ্জয় মিত্রের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য জয়ন্ত দাস বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে গিয়ে দেখি মেয়েটি বুকে ছুরিবিদ্ধ হয়ে পড়ে আছে। তখনই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীকে ঘটনা জানালে তিনি পুলিশে খবর দেন। ঠিক কী কারণে তাকে এভাবে হত্যা করা হলো, কেউ কিছু বুঝতে পারছেন না।’
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল কি না নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তাঁর শরীরে-কাপড়ে জোরজবরদস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর বুকের ওপরের অংশে ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে ছুরিটি বিদ্ধ অবস্থায় রেখেই পালিয়ে গেছে হত্যাকারী। ময়নাতদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
২ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৫ ঘণ্টা আগে