শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
থেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১৭ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
২৪ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩০ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৩৬ মিনিট আগে