শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’
আজ শুক্রবার দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিনয় কুমার।
বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ স্বীকার করেছে। এ দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’
বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, সাবেক সভাপতি তপন কুমার সরকার, উপদেষ্টা হিতেন চন্দ্র বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডাসার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে