Ajker Patrika

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭: ২২
পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি তিন দিনের রিমান্ডে

পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডের নির্দেশ দেন। 

দুপুরের পরে জিমিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর রহমানের আদালতে শুনানি হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

আজ সকালে জিমির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে জিমিকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় ডিবি পুলিশ মামলা দায়ের করে। ডিবির পরিদর্শক উদয় কুমার মণ্ডল বাদী হয় এই মামলাটি দায়ের করেন। মামলায় সাজ্জাদ নামে আরও একজনকে আসামি করা হয়।

গত ১৩ জুন চিত্রনায়িকা পরীমনি ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল। আর বোট ক্লাবের ঘটনায় পরীমণির সঙ্গী ছিলেন তাঁর কস্টিউম ডিজাইনার জিমি।

রিমান্ড আবেদনে বলা হয়, পরীমণির  অনৈতিক কাজের সহযোগী এই জিমির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি ইয়াবা ক্রয়-বিক্রয় সঙ্গে জড়িত। তিনি ইয়াবা কার কার কাছে সরবরাহ করেন তা জানার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। 

জিমির আইনজীবী খলিলুর রহমান আদালতে দাবি করেন, জিমির থেকে কোন ইয়াবা মাদক উদ্ধার হয়নি। এটি মিথ্যা এবং সাজানো মামলা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত