Ajker Patrika

গাজীপুরে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৮
গাজীপুরে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

গাজীপুরের কোনাবাড়ীতে ট্রাক চাপায় প্রথম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কোনাবাড়ী থানার পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রনি (৮)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার ফরিদের ছেলে। কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকায় একটি বাসায় ভাড়া থাকত পরিবারটি। 

গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, বুধবার দুপুর ১২টার দিকে ইউরিকো এঞ্জেল স্কুল ছুটির পর বিদ্যালয়ের শিক্ষার্থী রনি (৮) গেট থেকে বের হয়। এ সময় বেপরোয়া গতির বালু ভর্তি একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত