Ajker Patrika

ডিএনসিসিকে আরও আধুনিকায়ন করা হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএনসিসিকে আরও আধুনিকায়ন করা হবে: মেয়র আতিক

বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিএনসিসিকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শহর ভিন্ন ভিন্ন হলেও সমস্যা একই। এই সব সমস্যা সমাধানে যে সব শহর ইতিমধ্যে সফল হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আরও আধুনিকায়ন করা হবে।’ 

আজ মঙ্গলবার রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমার্সিয়াল ল ডিপার্টমেন্ট প্রোগ্রাম’র (সিএলডিপি) উদ্যোগে আয়োজিত ৩ দিনের কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

কর্মশালাটি আয়োজনের জন্য সিএলডিপির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সামনের দিনগুলোতে আর কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সবাই সবার সহযোগিতায় পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে।’

সিএলডিপি’র পক্ষ থেকে সিএলডিপির উপপ্রধান জো ইয়াং এবং মায়ামি ডেট কাউনটির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষ উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিভাগীয় প্রধানগণ।

ডিএনসিসির কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে সিএলডিপি এবং ডিএনসিসির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালায় ডিএনসিসির মোট ১২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত