Ajker Patrika

তুরাগে কৃষক লীগ নেতার বাড়িতে হামলা, আহত ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৯
তুরাগে কৃষক লীগ নেতার বাড়িতে হামলা, আহত ৪

রাজধানীর তুরাগে মসজিদের মিলাদ মাহফিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন (৩৫), তাঁর ছোট ভাই লিটন হোসেন (২৪), বন্ধু বিল্লাল হোসেন (২৮) ও বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন (৪০) আহত হয়েছেন।

তুরাগ থানার চণ্ডালভোগের রিপনের বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে, পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কৃষক লীগের আহত নেতা রিপনের বাবা জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘চণ্ডালভোগের মসজিদে মিলাদ মাহফিল হবে, তাই মসজিদ কমিটির লোকজন আমার বাড়ির পাশে এসে টাকা তুলে দেওয়ার জন্য আমার কাছে সহযোগিতা চান। এ সময় বাসার পাশের চায়ের দোকান থেকে তাঁদের সামর্থ্য অনুযায়ী টাকা তুলছিলাম। একপর্যায়ে তুরাগ থানা আওয়ামী লীগের অফিসের পাশের রহমানের দোকানে যাওয়ার পর স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার আসে। তখন সে আমায় বলে, তুই নিজেই তো ১০ হাজার টাকা দিতে পারস। তাহলে দোকানে টাকা চাস কেন? উত্তরে আমি বলি, আল্লাহর রহমতে আমি ১০ হাজার না, ২০ হাজার টাকা দিতে পারব। তুই কিছু দিলে দে।’ 

জয়নাল আবেদিন বলেন, ‘পরে মুক্তার ও তার ভাই ফরহাদ ওই দোকানেই আমাকে আটকে রেখে ধাক্কাধাক্কি করে। তর্কবিতর্কের পর্যায়ে এলাকার লোকজন আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।’

তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে চলে আসার পর মুক্তার, তার ভাই ফরহাদ এবং তাদের দুই ভাগনেসহ অজ্ঞাত ১২-১৫ জন চাপাতি, রড ও লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায়। সেই সঙ্গে আমার দুই ছেলে রিপন, লিটন, রিপনের বন্ধু বিল্লাল ও ভাড়াটিয়ে আলাউদ্দিনের ওপর হামলা করে।’ 

এদিকে স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, তর্কবিতর্কের শুরুতেই মুক্তার ও তার ভাই ফরহাদকে বারবার ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে আবার লোকজন নিয়ে এসে রিপনের বাড়িতে হামলা চালিয়েছে। 

কৃষক লীগের নেতা রিপন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারী মুক্তার ও ফরহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মুক্তার অজ্ঞাত ১৫-১৬ জন সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই ভাইসহ চারজন গুরুতর আহত হই। আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা গুরুতর।’ 

রিপন বলেন, ‘এ ছাড়া হামলাকারীরা আমার মা, বোন ও বউয়ের শরীরেও আঘাত করেছে। সেই সঙ্গে বাড়িতে হামলাও চালিয়েছে।’ 

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হামলাকারীদের তথ্য সংগ্রহের কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত বলতে পারব। হামলায় আহতরা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত