Ajker Patrika

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ১১৯ কোটি টাকা আয়কর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২১: ০৩
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ১১৯ কোটি টাকা আয়কর

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রামীণ কল্যাণের করা এ-সংক্রান্ত রেফারেন্স আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় দেন। 

আইনজীবীদের তথ্যমতে, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্ন দাখিল করে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। দাখিলকৃত নথির ভিত্তিতে আয়কর দাবি করে এনবিআর।

বিষয়টি নিয়ে অ্যাপিলেট কমিশনারের কাছে যায় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। সেখানে সাড়া না পেয়ে আয়কর আপিল ট্রাইব্যুনালে যায় তারা। সেখানেও বিফল হয়ে হাইকোর্টে রেফারেন্স আবেদন করে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত। 

আদালতে এনবিআরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী জিন্নাত আলী। 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাদের ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে। আইনজীবী জিন্নাত আলী বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল হবে কি না তা গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।    

ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, গ্রামীণ কল্যাণের কাছে ৫৫৫ কোটি টাকা আয়কর দাবি ছিল এনবিআরের। বিভিন্ন সময় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ ৪৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। এখন তাদের এখন ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত