মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শিবচরের ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামে একটি অনলাইন সাইট অ্যাপসের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল সোমবার রাতে পুলিশ প্রতারক স্বামী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃত দম্পতিসহ কয়েকজনের প্রতারক চক্র।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ ব্রত কুন্ডু।
ভুক্তভোগী পরিবারের বরাতে এসআই সিদ্ধার্থ ব্রত কণ্ডু জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাতবরের ছেলে কামাল হোসেন (৪২) ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারসহ (৩৮) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটের সঙ্গে যুক্ত। এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়ালে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিলেন তাঁরা। তাঁদের প্রলোভনে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ টাকা বিনিয়োগ করেন। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতও দেন প্রতারক কামাল হোসেনসহ চক্রটি। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়।
সিদ্ধার্থ ব্রত কুন্ডু আরও বলেন, বিনিয়োগকারীদের সন্দেহ হলে গতকাল সোমবার দুপুরে এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতারকসহ সাতজনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে শিবচর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
মাদারীপুর শিবচরের ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামে একটি অনলাইন সাইট অ্যাপসের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল সোমবার রাতে পুলিশ প্রতারক স্বামী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃত দম্পতিসহ কয়েকজনের প্রতারক চক্র।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ ব্রত কুন্ডু।
ভুক্তভোগী পরিবারের বরাতে এসআই সিদ্ধার্থ ব্রত কণ্ডু জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাতবরের ছেলে কামাল হোসেন (৪২) ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারসহ (৩৮) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটের সঙ্গে যুক্ত। এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়ালে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিলেন তাঁরা। তাঁদের প্রলোভনে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ টাকা বিনিয়োগ করেন। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতও দেন প্রতারক কামাল হোসেনসহ চক্রটি। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়।
সিদ্ধার্থ ব্রত কুন্ডু আরও বলেন, বিনিয়োগকারীদের সন্দেহ হলে গতকাল সোমবার দুপুরে এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতারকসহ সাতজনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে শিবচর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে নিজ ঘর থেকে দুই সন্তানের মা মাধবী বিশ্বাস (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী হীরামণ বিশ্বাস ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক রয়েছেন।
১২ মিনিট আগেউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, অপরিকল্পিতভাবে ২০২১-২২ অর্থবছরে নদী খননের কারণে মাটি সরে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য, বক্স কালভার্ট নির্মাণের পূর্বে তাদের অনুমতি না নিয়ে অপরিকল্পিতভাবে করায় মাটি সরে গেছে। চলাচলে ঝুঁকি বাড়ায় ফুঁসে উঠেছেন স্থানীয়রা।
১৭ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর একটি আংশিক, আরেকটি পুরোপুরি অন্ধকারে থাকে। দীর্ঘদিন ধরে এসব সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও কোনো আলো জ্বলছে না। ফলে সন্ধ্যার পর এলাকা দুটি ডুবে যায়
১ ঘণ্টা আগেঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
২ ঘণ্টা আগে