Ajker Patrika

ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগে আন্ডারপাস নির্মাণের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগে আন্ডারপাস নির্মাণের দাবি সংসদে

যানজট নিরসনে বর্ডার গার্ড বিজিবির নিচ দিয়ে আন্ডারপাস করে ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগ সড়ক নির্মাণের জন্য জাতীয় সংসদে দাবি করেছেন ঢাকা-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। 

শফিউল ইসলাম বলেন, ‘ধানমন্ডি এরিয়াতে যানজট অত্যন্ত বেশি। সেই জন্য মেট্রোরেলকে নিউমার্কেট ও আজিমপুর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। বিজিবির নিচ দিয়ে একটি আন্ডারপাস করে ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে যানজট অনেকাংশে কমে যাবে।’ 

আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

নির্বাচনী এলাকায় জলাবদ্ধতা দূর করতে স্থায়ীভাবে নির্মূল করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি জানান, তাঁর নির্বাচনী এলাকায় ১৪টি বস্তি রয়েছে। সেখানকার নাগরিকদের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট তৈরি করার জন্য সরকারের কাছে দাবি করেন মহিউদ্দিন। রায়ের বাজার হাইস্কুলকে সরকারিকরণের দাবি করেন তিনি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মানবজাতির কল্যাণের জন্য মহানবী (স.) আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইদানীং কিছু জিনিসপত্র দেখছি, প্যারিসে ও ভারতে হয়েছে, সেগুলোর জন্য সরকার ও সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে। আমরা কার্যকর ব্যবস্থার মাধ্যমে এগুলোর সমাধান দেখতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত