Ajker Patrika

আপত্তিকর পোস্ট অপসারণে বাংলাদেশকে ফেসবুকের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপত্তিকর পোস্ট অপসারণে বাংলাদেশকে ফেসবুকের আশ্বাস

আপত্তিকর ছবি ও তথ্য উপাত্তসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার উদ্দেশ্যে ব্যবহৃত পোস্ট অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ফেসবুক।

আজ বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের (মেটা) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেওয়া হয়। ফেসবুকের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক সহসভাপতি সিমন মিলনার তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ফেসবুকের অপর সদস্যরা হলেন ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি অ্যাফেয়ার্স কর্মকর্তা সাবনাম রশীদ দিয়া এবং মিস রোজাও। 

দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে গুজব ছড়াতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধিদলকে জানান মোস্তাফা জব্বার। তিনি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর উপাত্ত অপসারণ ও ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার বিষয়ে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপনেরও পরামর্শ দেন মন্ত্রী।
 
প্রতিনিধিদলের নেতা ফেসবুকের বিদ্যমান ইস্যুগুলোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস ব্যক্ত করেন। প্রতিনিধিদল বাংলাদেশে ব্রড ব্রান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ, দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় ফোরজি মোবাইল নেটওয়ার্ক বিস্তার, ফাইভজি-চালু ও ফাইভ-জি স্পেকট্রাম নিলামসহ ডিজিটাল অবকাঠামো বিকাশে সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 
আলোচনায় ওটিটি গাইড লাইন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। 

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত