Ajker Patrika

৫ বগি ফেলে রেখেই ৪ কিলোমিটার এগিয়ে গেল ট্রেন

নরসিংদী প্রতিনিধি
৫ বগি ফেলে রেখেই ৪ কিলোমিটার এগিয়ে গেল ট্রেন

ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীতে ট্রেনের বগি ইঞ্জিন থেকে খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা বলছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পেছনের ৫টি বগি খুলে যায়। সেই বগি ফেলে রেখে অন্তত ৪ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিনসহ অন্যান্য বগিগুলো। প্রায় আধঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে থাকা বগিসহ ট্রেনটি ফিরে আসে এবং বিচ্ছিন্ন হওয়া বগিগুলোকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী শিপন নামে এক ব্যক্তি বলেন, ‘ঘটনার সময় ট্রেনের সকল যাত্রী আতঙ্কগ্রস্ত ছিলেন। ৩০ মিনিটের বেশি সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।’

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম খন্দকার ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে বলেন, ‘এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত