Ajker Patrika

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য সুরক্ষা আইনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য সুরক্ষা আইনের দাবি

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৮ দফা দাবি জানিয়েছে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ’।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘প্রধানমন্ত্রী সমীপে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

তাঁদের দাবি গুলো হলো-১৯৭২ সালে প্রণীত মুক্তিযোদ্ধা সংজ্ঞার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টির করায় ‘জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন’কে বিলুপ্ত করা, মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয়াদি দেখভাল করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা উইং সৃষ্টি করা, সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক পর্যায়ে পুনর্বহাল করা, মুক্তিযোদ্ধাদের বেকার সন্তানদের বিশেষ বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরিতে সরাসরি নিয়োগ করা, মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী থেকে মাসিক ন্যূনতম কিস্তিতে পরিশোধ করার শর্তের বিনা সুদে ২৫ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ মঞ্জুর, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার সঙ্গে ১০ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং সিএমএইচ ও সরকারি-বেসরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মতো শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকেও বিজয় দিবস ও বাংলা নববর্ষ ভাতা প্রদান করাসহ জাতীয় সংবিধানের যথাযথ স্থানে ‘জয়বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধ’, ‘মুক্তিযোদ্ধা’, ‘৩০ লাখ শহীদ’ ও ‘২ লক্ষ সম্ভ্রমহারা মা-বোন’ শব্দগুলো লিপিবদ্ধ করতে হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, মোজাম্মেল হোসেন হেলাল, আফতাব আহমদ শিকদার, জুলকারনাইন ডালিম, সারোয়ার জাহান, আবদুল খালেক বিশ্বাস, দীপকচন্দ্র গুপ্ত, আজহারুল ইসলাম, বাহারউল্লাহ মজুমদারসহ অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত