Ajker Patrika

ই-ক্যাবের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১২: ৩৪
ই-ক্যাবের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে এই কমিটি। এর আগে সোমবার রাতে গুলশানের বারবি কিউ টুনাইটে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিত থাকায় শুধু সদ্য বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু নবনির্বাচিত কমিটির অর্থ সম্পাদক আসিফ আহনাফকে সব হিসাব ও সংশ্লিষ্ট প্রতিবেদন বুঝিয়ে দেন। এ সময় বিদায়ী কমিটির পরিচালক জিয়া আশরাফ তাঁর সঙ্গে ছিলেন। 

 ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ই-ক্যাব। এরপর থেকে পর্যায়ক্রমে তিনটি কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে এসেছে। গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চতুর্থ কার্যনির্বাহী কমিটি পায় সংগঠনটি। নতুন এই কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল নির্বাচন পরিচালনা বোর্ডকে ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে ই-ক্যাবের অসমাপ্ত কাজ সম্পাদন ও প্রতিশ্রুতি পূরণে নিজেদের ঐকান্তিক ইচ্ছার কথা তুলে ধরেন। একই প্রতিজ্ঞা ব্যক্ত করেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও মো. ইলমুল হক সজীব। 

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী, সদস্য এ এইচ এম বজলুর রহমান, আপিল বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য দেলওয়ার হোসেন খান রাজীবের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। 

এ ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচনের কাজে সহযোগিতার জন্য নির্বাচন পরিচালন কর্মকর্তা জাহাঙ্গীর আলম শোভন ও নির্বাচন বোর্ডের সেক্রেটারি আব্দুল আজিজ ভূঁইয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দায়িত্ব হস্তান্তরের পর নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কর্মবিন্যাসের মাধ্যমে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন। 

উল্লেখ্য, গত ১৮ জুন ই-ক্যাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি পরিচালক পদের মধ্যে আটটিতেই জয়লাভ করে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেল। আর একটি পদে জয়লাভ করেন দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত