Ajker Patrika

রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি, সাংবাদিককে জখম

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা
রাজবাড়ীতে টেন্ডার জমা নিয়ে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে বালু মহালের টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। আজ সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন মনিম মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ইমরান হোসেন মনিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা ছিল। সেখানে টেন্ডার জমা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় তিনি ভিডিও করতে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল। তাদের সামনে আমাকে মারধর করে জখম করল, কিন্তু পুলিশ এগিয়ে না এসে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অন্য সংবাদকর্মীরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।’

এ বিষয়ে কথা বলতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।

পরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালুমহালের টেন্ডার জমা উপলক্ষে পুলিশ মোতায়েন ছিল। যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। লিখিত পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত