Ajker Patrika

নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০০
নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পিলখানার নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটার রায় যথার্থভাবে কার্যকর করা হবে। আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্য ধারণ করে আসছেন, এভাবে ধৈর্য ধারণ করবেন, আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন।’

আজ শুক্রবার সকাল ৯টা ১৩ মিনিটে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা এটাও দেখেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে অনেক সময় লেগেছে। তার পরও আজ আমরা স্বস্তিতে নিশ্বাস নিতে পারছি। আমাদের থেকে কালো দাগ মুছে গেছে, আমাদের কপালে আর কালো দাগ নেই। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। এভাবে নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা ঘটবে আমরা কল্পনাও করেনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্য এ ঘটনা ঘটিয়েছে। যথার্থভাবে একটি বিচারকাজ শেষ হয়েছে। আর একটি চলমান রয়েছে। বিচারকার্য দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে, আমাদের সবকিছু উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এ ছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লাগছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাইছিলাম এ ঘটনার সুন্দর,  সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার যেন হয়, আর বিচারকেরা তা-ই করেছেন। আর যেই মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শিগগির শেষ হবে। বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে, সেটাও তাঁরা করছেন। আমরা মনে করি এই প্রক্রিয়া শেষ হলে তাঁরা ন্যায়বিচার পাবেন।’

উল্লেখ্য, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কালো দিন হয়ে রেখা কেটে আছে। ১৩ বছর আগে ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমান বিজিবি) ঘটে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড। বিদ্রোহী বিডিআর জওয়ানদের হাতে প্রাণ হারান সেই সময়কার বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত