শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
রাজধানীর ডেমরায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতা মুন্সি মুজিবুর রহমান মিলনকে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগও পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মুজিবুর রহমান মিলন দাবি করেন—তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন নৌকার সমর্থক গভীর রাতে ট্রাকের পক্ষে কাজ না করতে হুমকি দেয়। এরপরই তাঁরা মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ট্রাকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দ্রুত সরে যায়।
মিলন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তাঁর বাবা এ আসনের চারবারের এমপি ছিলেন। আমিসহ ঘরে ঘরে তাঁর সমর্থক রয়েছে। তাঁর জনপ্রিয়তাও অনেক বলে নীরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশ কিছু লোক তাঁর পক্ষে কাজ করছি বলে হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ক্যাম্পের লাইটগুলো ভেঙে ফেলেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে। তাঁদের চিহ্নিত করা সম্ভব হবে।’
এ বিষয়ে ঢাকা-৫ আসনের নৌকা প্রার্থী হারুনর রশিদ মুন্নার পক্ষের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নৌকার প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও একজনকে মারধর করে কিছু দুর্বৃত্ত। আমরা যতটুকু জেনেছি, এরা নৌকার সমর্থক। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
ঢাকা-৫ এর সহকারী রিটার্নিং অফিসার বীথি দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ডেমরায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতা মুন্সি মুজিবুর রহমান মিলনকে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগও পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মুজিবুর রহমান মিলন দাবি করেন—তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন নৌকার সমর্থক গভীর রাতে ট্রাকের পক্ষে কাজ না করতে হুমকি দেয়। এরপরই তাঁরা মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ট্রাকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দ্রুত সরে যায়।
মিলন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তাঁর বাবা এ আসনের চারবারের এমপি ছিলেন। আমিসহ ঘরে ঘরে তাঁর সমর্থক রয়েছে। তাঁর জনপ্রিয়তাও অনেক বলে নীরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশ কিছু লোক তাঁর পক্ষে কাজ করছি বলে হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ক্যাম্পের লাইটগুলো ভেঙে ফেলেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে। তাঁদের চিহ্নিত করা সম্ভব হবে।’
এ বিষয়ে ঢাকা-৫ আসনের নৌকা প্রার্থী হারুনর রশিদ মুন্নার পক্ষের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নৌকার প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও একজনকে মারধর করে কিছু দুর্বৃত্ত। আমরা যতটুকু জেনেছি, এরা নৌকার সমর্থক। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
ঢাকা-৫ এর সহকারী রিটার্নিং অফিসার বীথি দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নাট্যব্যক্তিত্ব ও দেশ নাটকের কর্ণধার এহসানুল আজিজ বাবুকে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুর সদর মেট্রো থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ মিনিট আগেরাজধানীর পল্লবীর বারনটেকের গ্রিন সিটি এলাকায় এক নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যজনের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। পরে দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত...
৩১ মিনিট আগেকিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরের চর শোলাকিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগেবরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবাকে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৯ মার্চ) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শরিয়াত উল্লাহ তা মঞ্জুর করেন।
৪১ মিনিট আগে