Ajker Patrika

জাহাঙ্গীরের মেয়র পদ থাকবে কি না, আইন দেখে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২২: ০১
জাহাঙ্গীরের মেয়র পদ থাকবে কি না, আইন দেখে সিদ্ধান্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে দলীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মেয়র পদে থাকবেন কী থাকবেন না, সেটা আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।  

আজ শনিবার হোটেল সোনারগাঁওয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক আয়োজিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) চূড়ান্তকরণের লক্ষ্যে জাতীয় সেমিনারে দেওয়া শেষে গাজীপুরের মেয়র বরখাস্ত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। 

ড্যাপ নিয়ে মন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে আর কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেওয়া হবে না। একই সঙ্গে ড্যাপ চূড়ান্ত করার পর তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী, স্থপতিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল শুক্রবার আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে দলটির গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের মীমাংসিত ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত