Ajker Patrika

অগ্নি দুর্ঘটনার ঝুঁকি: সতর্কতামূলক ব্যবস্থা নিতে সব বিমানবন্দরকে অনুরোধ

অগ্নি দুর্ঘটনার ঝুঁকি: সতর্কতামূলক ব্যবস্থা নিতে সব বিমানবন্দরকে অনুরোধ

তাপমাত্রা বাড়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে দেশের সব বিমানবন্দর ও আমদানি-রপ্তানি কার্গো ভিলেজ। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার ও সুনিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট গুদামগুলোতে সতর্কতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

অগ্নিঝুঁকি রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করে গত ১৬ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। 

ঢাকা কাস্টমসের কমিশনার একেএম নরুল হুদা আজাদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে বিভিন্ন ভবন, মার্কেট ও স্থাপনায় আশঙ্কাজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেড়ে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ জাতীয় ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। 

চিঠিতে বলা হয়, কাস্টম হাউস, ঢাকার আওতাধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে বিমানবন্দর, এয়ারফ্রেইট, কুরিয়ার ইউনিট, আমদানি ও রপ্তানি কার্গো ভিলেজের বিভিন্ন গুদামে রাজস্ব আদায়যোগ্য ও মূল্যবান পণ্যসামগ্রী সংরক্ষিত আছে। এ ছাড়া জীবন রক্ষাকারী ওষুধ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্য, শিল্পের কাঁচামালসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সংরক্ষিত রয়েছে। ফলে, সিভিল অ্যাভিয়েশন অথোরিটি নিয়ন্ত্রণাধীন কাস্টম হাউস, ঢাকার ওয়্যারহাউসগুলোতে অগ্নিঝুঁকির মাত্রা অনেক বেশি এবং এতে সরকারি রাজস্বও ঝুঁকির সম্মুখীন। 
 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অগ্নি দুর্ঘটনা এড়াতে নিয়মিত প্রশিক্ষণ চলমান প্রক্রিয়ার অংশ। সাম্প্রতিক সময়ে বাড়তি সতর্ক থাকতে নির্দেশনাও দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত