Ajker Patrika

নজরুলের ১২৬তম জন্মবার্ষিকীতে শিবালয়ে শ্রদ্ধা ও সাংস্কৃতিক আয়োজন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: আজকের পত্রিকা
নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবি ও তাঁর সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতিবিজড়িত স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা প্রশাসন, নজরুল প্রমিলা পরিষদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, হামদ-নাত, গজল, নজরুল সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন চলে। বিকেলে নজরুলের কর্ম ও জীবনের ওপর আলোচনা সভা এবং সন্ধ্যায় ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীরা আজ নজরুল ও প্রমিলার প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘‘দামাল ছেলে নজরুল’’ নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা নজরুলের বিদ্রোহী চেতনা ও জীবনদর্শন তুলে ধরব।’

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শায়েখ শিহাব উদ্দিন, শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন, নজরুল প্রমিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মোন্নাফ, সাধারণ সম্পাদক মো. হাবিব উদ্দিন, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, কবীর মঈন বিশ্বাস প্রমুখ।

শিবালয়ের তেওতা গ্রামেই জন্মেছিলেন কবিপত্নী প্রমিলা দেবী। কবি নজরুল বহুবার এই গ্রামে এসেছেন এবং এখানকার প্রকৃতি ও মানবিক আবহে অনুপ্রাণিত হয়েছেন বলে গবেষকেরা মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত