Ajker Patrika

বাংলা বর্ণমালার বিন্যাস নিয়ে বই ও চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলা বর্ণমালার বিন্যাস নিয়ে বই ও চিত্র প্রদর্শনী

মুখের ভাষার মতো লেখার হরফও প্রতিনিয়ত রূপ বদলায়। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে হাতে লেখার প্রয়োজন সীমিত হয়ে আসছে। রাজধানীর ধানমন্ডিতে আজ মঙ্গলবার আয়োজিত এক প্রদর্শনী ও প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। 

হস্তাক্ষর ও লেখাঙ্কনের অনুশীলনের গুরুত্ব মাথায় রেখে বাংলা অক্ষরের প্রমিত রূপকে প্রকৃতভাবে চেনা, জানা ও আত্মস্থ করার উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আয়োজন করা হয় ‘ব্রাহ্মী টু বাংলা’ শিরোনামের প্রদর্শনী ও ‘অ-ইন দ্য কোয়েস্ট অব বাংলা টাইপোগ্রাফি’ নামে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের। শিল্পী সব্যসাচী হাজরার ছবির এ প্রদর্শনীর উদ্বোধন ও প্রকাশনা অনুষ্ঠানের আলোচনার কেন্দ্রে ছিল বাংলা বর্ণমালা। 

নিজের বই সম্পর্কে সব্যসাচী হাজরা বলেন, ‘অক্ষরবিন্যাসের দৃষ্টিকোণ থেকে বাংলা হরফকে নান্দনিক ও ব্যবহারিকভাবে বিশ্লেষণ এই প্রদর্শনী ও প্রকাশনার প্রধান উপজীব্য। তরুণ শিল্পীরা এই চর্চাকে এগিয়ে নেবেন এবং এই প্রকাশনার তথ্যগত ঘাটতি পূরণ করবেন বলে আশা করি।’ 

অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী রাহুল আনন্দঅনুষ্ঠানে বক্তব্য দেন অভিনয় ও চিত্রশিল্পী আফজাল হোসেন। তিনি বলেন, ‘এখন আমরা অনেক কিছুই বলি, যেগুলোর কোনো অর্থ আমরা জানি না। যেমন—পিক তুলি, প্যারা নিস না। এমন একটা দুঃসময়ে এসে একটা মানুষ হরফের সৌন্দর্য নিয়ে কাজ করছে। এতে আমাদের গৌরব বোধ করা উচিত, আনন্দিত হওয়া উচিত।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য্য বলেন, ‘বাংলা হরফের যে রূপান্তর, কীভাবে বাংলা অক্ষরটা এল; বাংলার “ল”, “জ” কীভাবে এমন হলো, কীভাবে “অ” এল; এই যে বাংলা বর্ণের যে ক্রমবিবর্তন—এটা সহজ কোনো বিষয় নয়। এটা গভীর গবেষণার বিষয়। একটা গবেষণা আরেকটা কাজের ইঙ্গিত দেয়। সুতরাং এটা থেকে আরও কাজ হতে পারে।’ 

প্রদর্শনী ঘুরে দেখছেন একজন অতিথিবাংলাদেশের সুবর্ণজয়ন্তী, ভাষা আন্দোলনের সত্তর বছর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশিতবার্ষিকীকে সামনে রেখে এই প্রকাশনা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান সব্যসাচী হাজরা। প্রদর্শনীটি চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত