Ajker Patrika

‘আমগাছের নীচে উপুড় হয়ে ছিল শিশু দুটি’

ঢামেক প্রতিবেদক
‘আমগাছের নীচে উপুড় হয়ে ছিল শিশু দুটি’

রাজধানীর ডেমরা বামৈল এলাকায় একটি বাড়ির আমগাছের চারপাশে সংযোগ দিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, আরিয়ান মিয়া (৮) ও তার ছোট ভাই রায়হান মিয়া (২)। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলর কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টারর দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের বাবা মারফত মিয়া বলেন, তাঁদের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার বাজিতপুর গ্রামে। বর্তমানে ডেমরা বামৈল মফিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। তিনি ব্যাটারিচালিত রিকশা চালান। তাঁর স্ত্রী মোছা. এ্যানি বেগম বামৈল এলাকায় একটি ছাতার কারখানায় কাজ করেন। তিন ভাই এক বোনের মধ্যে তারা শিশু দুটি ছিল ছোট।

মারফত মিয়া বলেন, সকালে তিনি রিকশা চালাতে বের হন। শিশুদের মা এ্যানি বেগমও কাজে যান। দুই সন্তান আরিয়ান ও রায়হান মায়ের সঙ্গে যায়। এরপর দুপুরে তিনি খবর পান, বিদ্যুতায়িত হয়েছে শিশু দুটি। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তিনি।

ব্যাংক কলোনি সাধুর মাঠ সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা রাজমিস্ত্রি ইয়াসির আরাফাত বলেন, তাঁর বাসার জানালা দিয়ে দেখতে পান, পাশের একটি বাড়ির আমগাছের নিচে উপুড় হয়ে পড়ে আছে শিশু দুটি। সন্দেহ হলে সেখানে গিয়ে দেখেন অচেতন অবস্থায় পড়ে আছে দুই শিশু। আমগাছটির নিচে বিদ্যুতের তার জড়ানো। তখন আশপাশের লোকজন সহায়তায় শিশু দুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমগাছটির মালিকের নাম দিপু। গাছটি থেকে কেউ যাতে আম পেড়ে নিয়ে যেতে না পারে সে জন্য তিনি গাছের নিচে চারপাশে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন। গত বছরও একই কাজ করেছিলেন। সেই তারে বিদ্যুৎ থাকায় এই ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা এলাকায় বিদ্যুতায়িত আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে দুই ভাই। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত