Ajker Patrika

ঢাবি এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাস

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১০: ৪৯
ঢাবি এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাস

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মিছিলে মিছিলে আনন্দে মেতে উঠেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, টিএসসির সড়ক দ্বীপ ও হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ থেকে শুরু করে পুরো এলাকায় চলছে আর্জেন্টিনার বিজয় উপলক্ষে জয়োল্লাস। 

সমর্থকেরা বলেন, মেসির অর্জনের ঝুলিতে অনেক অর্জন থাকলেও শুধু একটি বিশ্বকাপের অভাব ছিল। আজ সেটিও পূর্ণ হলো। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সরেজমিনে দেখা যায়, টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পরে আবেগে কান্না করেছেন মেসি ফ্যানরা। 

নানা সাজে আর্জেন্টিনার সমর্থকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বড় পর্দায় খেলা উপভোগ করতে হাজির হয়ব্রাজিল সমর্থক মুনাওয়ার হোসেন মান্নাও মেসি বিশ্বকাপ জেতায় আবেগ ধরে রাখতে পারেননি। আজকের পত্রিকার তিনি বলেন, ‘মেসির কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল একটি বিশ্বকাপ ট্রফির। আজ সেটিও পূর্ণ হলো। ইতিহাসের পাতায় পেলে, ম্যারাডোনা, রোনালদিনহোর মতো তারকা খেলোয়াড়দের মতো তাঁর অর্জনের ঝুলিও আজ পূর্ণ হলো। আমি মেসির একজন ভক্ত হিসেবে আমার আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

বড় পর্দায় খেলা উপভোগ করেন আর্জেন্টিনার সমর্থকেরাআর্জেন্টিনার সমর্থকেরা প্রিয় দলের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাঁরা আতশবাজি, ভুভুজেলা, বাঁশিসহ বিভিন্নভাবে বিজয় উদ্‌যাপন করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত