Ajker Patrika

শামস-সন্ধ্যা ট্রাস্টের সহায়তায় ক্র‍্যাবের শিক্ষার্থী বৃত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শামস-সন্ধ্যা ট্রাস্টের সহায়তায় ক্র‍্যাবের শিক্ষার্থী বৃত্তি

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শামস-সন্ধ্যা ট্রাস্টের সহযোগিতায় আজ শুক্রবার এই শিক্ষাবৃত্তি তুলে দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম। 

ক্র্যাব কার্যালয়ে এ আয়োজনে সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান। 

এসবি প্রধান মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্র্যাবের সকল কর্মকাণ্ডে আগে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব। 

তিনি বলেন, আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই, এই ভেবে যে, আমি সাংবাদিক না পুলিশ। আজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ছোট পরিসরে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্র্যাব এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্তও করেন তিনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ও উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, ডিআরইউর সাবেক সভাপতি ও ক্র্যাবের জ্যেষ্ঠ সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির নেতারা। 

এবার ক্র্যাবের ১০ সদস্যের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তারা হলেন—ক্র্যাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের মেয়ে সিমি রহমান, সোহানুর রহমানের ছেলে তাহসিন, আজাদ হোসেন সুমনের মেয়ে কামরুননেসা মাহি, ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগরের মেয়ে অর্পিতা রায় মায়াবী, সাবেক অর্থ সম্পাদক এস এম দোলোয়ার হোসেনের ছেলে এস এম রেদোয়ান হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে আহমেদ আবীর, ইকবাল হাসান ফরিদের ছেলে অনন্য আরাফ, ক্র্যাব সদস্য মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর মেয়ে নাফিসা চৌধুরী, বেলাল উদ্দিন সেতুর ছেলে সেফাত সানায়াত ও ফজলুল হক শাওনের ছেলে স্বপ্নীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত