মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক নেত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে যুবলীগের সাবেক নেতা জিল্লুর রহমান তুহিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জিল্লুর রহমান তুহিন মনোহরদী উপজেলা যুবলীগ ও কৃষক লীগের সাবেক সদস্য। তিনি উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। আর থানায় লিখিত অভিযোগ দেওয়া নারী নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছর জেলা পরিষদ নির্বাচনে মনোহরদী, বেলাব ও শিবপুর থেকে সদস্য পদে নির্বাচন করেন ভুক্তভোগী ওই নারী। নির্বাচনী প্রচারের সুবাদে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান তুহিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তুহিন নির্বাচনী প্রচারকাজ চালানো অবস্থায় সেই নেত্রীকে তাঁর বাড়িতে দাওয়াত দেন। কিন্তু বাড়িতে গিয়ে তিনি দেখেন তুহিন ছাড়া কেউ নেই। খালি বাড়িতে নিয়ে তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন।
অভিযোগ অনুযায়ী, তুহিনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওই নারীর ফেসবুক আইডি হ্যাক করেন। পরে তাঁর কিছু ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেন। গত ২৯ মে তুহিন ওই নারীকে ফোন করে ১০ লাখ টাকা দাবি করেন। তুহিন বলেন, ‘ওই টাকা না দিলে তুই কীভাবে মনোহরদী আসিস আমি দেখে নেব। তোর মুখে চুনকালি মেখে দেব। আমার কাছে তোর আরও অনেক অপকর্মের প্রমাণ আছে।’ এ ঘটনায় ভুক্তভোগী নেত্রী থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে ভুক্তভোগী নেত্রী বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। আমাকে ফোন করে বলা হয়, ১০ লাখ টাকা না দিলে আমার খারাপ ছবি ফেসবুকে ছেড়ে দেবে। আমার খারাপ ছবি তিনি কোথায় পেলেন? তাই নিজের নিরাপত্তার জন্য আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’
তবে জিল্লুর রহমান তুহিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিষয়ে ওই নারী থানায় যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। অভিযোগের তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। ওই নারী একজন খারাপ চরিত্রের মানুষ। তাঁর শত শত মেসেজ ও প্রমাণ আমার কাছে আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে। আর আমি অপরাধী হলে আমার বিচার হবে। সময়মতো সব দেখতে পাবেন।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। থানায় অভিযোগ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর মনোহরদীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক নেত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে যুবলীগের সাবেক নেতা জিল্লুর রহমান তুহিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জিল্লুর রহমান তুহিন মনোহরদী উপজেলা যুবলীগ ও কৃষক লীগের সাবেক সদস্য। তিনি উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। আর থানায় লিখিত অভিযোগ দেওয়া নারী নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছর জেলা পরিষদ নির্বাচনে মনোহরদী, বেলাব ও শিবপুর থেকে সদস্য পদে নির্বাচন করেন ভুক্তভোগী ওই নারী। নির্বাচনী প্রচারের সুবাদে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান তুহিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তুহিন নির্বাচনী প্রচারকাজ চালানো অবস্থায় সেই নেত্রীকে তাঁর বাড়িতে দাওয়াত দেন। কিন্তু বাড়িতে গিয়ে তিনি দেখেন তুহিন ছাড়া কেউ নেই। খালি বাড়িতে নিয়ে তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন।
অভিযোগ অনুযায়ী, তুহিনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওই নারীর ফেসবুক আইডি হ্যাক করেন। পরে তাঁর কিছু ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেন। গত ২৯ মে তুহিন ওই নারীকে ফোন করে ১০ লাখ টাকা দাবি করেন। তুহিন বলেন, ‘ওই টাকা না দিলে তুই কীভাবে মনোহরদী আসিস আমি দেখে নেব। তোর মুখে চুনকালি মেখে দেব। আমার কাছে তোর আরও অনেক অপকর্মের প্রমাণ আছে।’ এ ঘটনায় ভুক্তভোগী নেত্রী থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে ভুক্তভোগী নেত্রী বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। আমাকে ফোন করে বলা হয়, ১০ লাখ টাকা না দিলে আমার খারাপ ছবি ফেসবুকে ছেড়ে দেবে। আমার খারাপ ছবি তিনি কোথায় পেলেন? তাই নিজের নিরাপত্তার জন্য আমি থানায় অভিযোগ দায়ের করেছি।’
তবে জিল্লুর রহমান তুহিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিষয়ে ওই নারী থানায় যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। অভিযোগের তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। ওই নারী একজন খারাপ চরিত্রের মানুষ। তাঁর শত শত মেসেজ ও প্রমাণ আমার কাছে আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে। আর আমি অপরাধী হলে আমার বিচার হবে। সময়মতো সব দেখতে পাবেন।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। থানায় অভিযোগ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৩৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, অপারেশন ডেভিল হান্ট, ফিলিস্তিন ইস্যু, ফ্যাসিবাদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রথম শিফটের একাধিক প্রশ্নে ভুল ও সঠিক উত্তর নেই এমন প্রশ্নও করা হয়েছে।
৩৯ মিনিট আগে