Ajker Patrika

অব্যাহতি চেয়ে বহিষ্কৃত হলেন আশুলিয়ার আ. লীগ নেতা সুমন

সাভার (ঢাকা) প্রতিনিধি
অব্যাহতি চেয়ে বহিষ্কৃত হলেন আশুলিয়ার আ. লীগ নেতা সুমন

অব্যাহতি চেয়ে বহিষ্কৃত হলেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী তাঁর ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সুমন আহাম্মেদ ভূঁইয়া বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মৌখিক নির্দেশ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, বাবার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত থাকার বিষয়টি উল্লেখ করে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেন সুমন ভূঁইয়া। 

আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী বলেন, ‘আমি সুমন ভূঁইয়ার অব্যাহতিপত্র পেয়েছি, কিন্তু দল থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি নির্বাচন করেন, দল তো সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে। অব্যাহতি চাওয়ার পর তা মঞ্জুর না করে সরাসরি বহিষ্কারের বিষয়ে পনিরুজ্জামান তরুণ বলেন, ‘তিনি (সুমন ভূঁইয়া) অব্যাহতির আবেদন করেছিলেন কি না তা আমার জানা নেই। আমার কাছে কোনো কপি তো দেননি। খোঁজ নিয়ে দেখব বিষয়টি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত