Ajker Patrika

সরকারের স্বার্থ রক্ষায় সলিসিটরের অপসারণ চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের স্বার্থ রক্ষায় সলিসিটরের অপসারণ চেয়ে নোটিশ

রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করায় সলিসিটরের অপসারণ দাবিতে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আগামী ৭ দিনের মধ্যে ওই পদ থেকে অপসারণ করার অনুরোধ জানিয়ে আইন সচিবকে ডাকযোগে আজ সোমবার নোটিশ পাঠিয়েছেন তিনি। 

নোটিশে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন শাহজাদপুরে রবীন্দ্রনাথের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অস্তিত্ব রক্ষায় কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা অনুসন্ধান করতে। ওই স্থানের পবিত্রতা ও কাঠামো রক্ষার জন্য এবং স্থাবর পুরাকীর্তি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

নোটিশে আরও বলা হয়, যেহেতু ওই রায়টি সরকারের বিরুদ্ধে যায়নি তাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আপিল দায়ের করেনি। কিন্তু সলিসিটর অফিসের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। 

এতে বাদী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ অন্যদের দেখানো হয়েছে। তবে তারা কেউই আপিল করার অনুরোধ করেননি বা ওকালতনামায় স্বাক্ষর করেননি। সলিসিটর নিজেই ওকালতনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছেন।

মনজিল মোরসেদ বলেন, আপিল সম্পর্কে অবহিত হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গত ৪ এপ্রিল সলিসিটরকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আপিল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। 

ওই চিঠি সত্ত্বেও সলিসিটর সরকারি স্বার্থের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সরকারি স্বার্থ রক্ষার জন্য সলিসিটরের পদটি অত্যন্ত দায়িত্বশীল এবং বর্তমানে তিনি সরকারি স্বার্থ রক্ষায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই, তিনি এই পদে থাকার যোগ্য নন। থাকলে ভবিষ্যতে সরকারের স্বার্থ বিপন্ন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত