রায়পুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কুঁড়েরপাড় গ্রামে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এলাকার এরশাদ গ্রুপ ও খালেক মালেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন- এরশাদ মিয়া গ্রুপের সদস্য, মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া (২২), তাহের মিয়ার ছেলে মসির মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়া গ্রুপের আলমগীর হোসেন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নরসিংদীতে যাওয়ার পথে অপর গ্রুপের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে আসামিরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নেন। আলমগীর হত্যার রেশ ধরে কয়েক দিন যাবত প্রতিপক্ষ দলের লোকজন নিয়ে এলাকায় ঢুকতে চেষ্টা করলে এরশাদ গ্রুপের লোকজন বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এলাকাবাসী হাতেনাতে মালেক গ্রুপের সোহাগ মিয়া নামে একজনকে অস্ত্রসহ আটক করে আওয়ামী লীগ নেতা মো হাবিবুর রহমানের মাধ্যমে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘সেখানকার এলাকাবাসী অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কুঁড়েরপাড় গ্রামে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এলাকার এরশাদ গ্রুপ ও খালেক মালেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন- এরশাদ মিয়া গ্রুপের সদস্য, মৃত রশিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০), মৃত নবু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), হানিফ মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪২), জুলহাস মিয়ার ছেলে কালন মিয়া (২২), তাহের মিয়ার ছেলে মসির মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়া গ্রুপের আলমগীর হোসেন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নরসিংদীতে যাওয়ার পথে অপর গ্রুপের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে আসামিরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নেন। আলমগীর হত্যার রেশ ধরে কয়েক দিন যাবত প্রতিপক্ষ দলের লোকজন নিয়ে এলাকায় ঢুকতে চেষ্টা করলে এরশাদ গ্রুপের লোকজন বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এলাকাবাসী হাতেনাতে মালেক গ্রুপের সোহাগ মিয়া নামে একজনকে অস্ত্রসহ আটক করে আওয়ামী লীগ নেতা মো হাবিবুর রহমানের মাধ্যমে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘সেখানকার এলাকাবাসী অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
‘সম্প্রতি বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা-সংক্রান্ত অতি গোপনীয় বিষয় ফাঁসের সন্দেহ বা অভিযোগ নিয়ে বিভাগের দুই থেকে তিনজন শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষক পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে কাজ করছেন না। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি সমাধান হলে তারপর হয়তো তাঁরা কাজ শুরু করবেন।’
৭ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে আমেনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
১৫ মিনিট আগেহালিশহরে খোলা নালায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সব নালা ঢেকে দেওয়া সম্ভব নয়। কিছু নালা সার্ভিস লাইন হিসেবে খোলা রাখতে হয়। তবে পাশে নিরাপত্তাব্যবস্থা ও স্ল্যাব বসানো থাকে। যেখানে গার্মেন্টস নিজস্ব উদ্যোগে নালার কাজ করেছে, সেটি আমাদের নয়।
১৭ মিনিট আগে