Ajker Patrika

মাদারীপুরে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ২০: ৩৫
মাদারীপুরে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

মাদারীপুরের কুকরাইল এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ সোমবার বিকেল ৪টায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁরা দালাল চক্রের সদস্য। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মনদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮) ও কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। সেবাপ্রত্যাশীরা বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয় ও পাসপোর্ট জমার স্লিপ জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সয়োরার রাব্বিকে খবর দেওয়া হয়। দোষ প্রমাণ না হওয়ায় আটক তানভীর মাহমুদকে ছেড়ে দেওয়া হয়।’

মাদারীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সরোয়ার রাব্বি জানান, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহককে হয়রানির অভিযোগে আটক চার দালালকে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৬ ধারায় এক মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত