Ajker Patrika

কাপাসিয়ায় জমির সীমানার গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় ১ জন নিহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫২
কাপাসিয়ায় হামলায় ১ জন নিহত। ছবি: আজকের পত্রিকা
কাপাসিয়ায় হামলায় ১ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানায় থাকা গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এ কে এম আবু তাহের (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, জমি নিয়ে ছোট ভাই কাশেমের সঙ্গে আবু তাহেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন আবু তাহের। সেই জমির সীমানায় থাকা একটি গাছ কাটছিলেন ছোট ভাই আবুল কাশেম। তাতে বাধা দেন আবু তাহের। তা নিয়ে দুই পরিবারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আবু তাহের মাটিতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে আমরাইদ একটি ক্লিনিকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী সালমা বেগম (৪৩) বলেন, ‘আজ শুক্রবার সকালে আমার দেবর কাশেম আমাদের সীমানার গাছ কেটে ফেলেছে। আমার স্বামী তাতে বাধা দেন। এ সময় কাশেম ও তার ছেলে পারভেজ আমার স্বামীকে মারধর করে। তাতে আমার স্বামী মারা যান।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওসার আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই আবু তাহেরের মৃত্যু হয়। গায়ে আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত