Ajker Patrika

জমি নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা 

নরসিংদী প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা 

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকারকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইব্রাহীম খন্দকার (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর স্ত্রী মোসলেমা বেগমও (৪০) গুরুতর অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই ইব্রাহীম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইব্রাহীম ও সিরাজেরা ৬ ভাই। তাঁদের বাবা আফসার উদ্দিন খন্দকার জীবদ্দশায় সিরাজকে দুই গণ্ডা জমি বেশি দিয়ে যান। তিনি মারা যাওয়ার পর থেকেই ওই জমি নিয়ে সিরাজের সঙ্গে ইব্রাহীমের বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকটি মামলাও আদালতে চলছে। এ ছাড়া বহুবার সামাজিকভাবে শালিস করেও এই বিরোধ নিষ্পত্তির চেষ্টা হয়। কিন্তু কিছুতেই সেই বিরোধ নিষ্পত্তি হয়নি। সম্প্রতি ইব্রাহীমের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করেন সিরাজ। 

ওই মামলার একটি কাগজ আজ বুধবার সকালে ইব্রাহীমের বাড়ি আসে। কাগজ হাতে পাওয়ার পরপরই উত্তেজিত হয়ে পড়েন ইব্রাহীম। এ সময় তাঁর স্ত্রী ফিরোজা বেগম, মেয়ে মদিনা আক্তার, মেয়ের জামাই শামসুল মিয়া, ছেলে হোসেন খন্দকার ও শাহেদ খন্দকারও ক্ষিপ্ত হয়ে উঠেন। তাঁরা সবাই হাতে শাবল ও বাঁশ নিয়ে সিরাজের মুরগির খামারে যান এবং তাঁকে সবাই মিলে উপর্যুপরি পেটাতে থাকেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সিরাজ। এ সময় বাধা দিতে এলে সিরাজের স্ত্রী মোসলেমা বেগমকেও উপর্যুপরি পিটিয়ে আহত করা হয়। ওই অবস্থায় তাঁদের ফেলে রেখে হামলাকারীরা চলে যান। 

পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সিরাজ ও মোসলেমাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের দুজনকেই হাসপাতালটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথেই পরিস্থিতি খারাপ হওয়ায় সিরাজকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। নেওয়া পরই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মোসলেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এ নিয়ে জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী বলেন, ‘শিবপুর থেকে সিরাজ নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসাপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর শরীরে অসংখ্য আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ এই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়েছে।’ 

জানতে চাইলে শিবপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘মাত্র দুই গণ্ডা জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির স্ত্রীও রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে আমরা এরই মধ্যে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত